কান ফোঁড়ানোর সঠিক বয়স
আমাদের দেশে একটা সময় ৬ মাসের বাচ্চাদের কান ছিদ্র ফোঁড়ানো (ছিদ্র) করা হতো। এখন কিছুটা বড় হওয়ার পর কান ফোঁড়ানো হয়। তবে ১০ বছরের আগে কান ফোঁড়ানো ঠিক নয়। একজন কন্যাশিশুর ১০ বছরের পরই কান ফোঁড়ানো উচিত। ঘরের চেয়ে পারলার ও চিকিৎসকদের কাছে কান ফোঁড়ানো উচিত।
কান ফোঁড়ানোর সময় করণীয়
কান ফোঁড়ানোর আগে শিশুকে মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে। কান ফোঁড়ানোর সঙ্গে সঙ্গেই কানে গোল্ড প্লেটেড বা ইমিটেশনের কানের দুল না পরানোই ভালো। যে মেশিন দিয়ে কান ফোঁড়ানো হবে তা যেন জীবাণুমুক্ত হয়। আর যদি ঘরে কান ফোঁড়ানো হয় তবে যে সুঁই দিয়ে কান ফোঁড়ানো হবে তা যেন অবশ্যই গরম পানিতে সেদ্ধ করে জীবাণুমুক্ত করা হয়। তবে দক্ষ চিকিৎসক দিয়ে তা করানোটা ভালো। যেদিন কান ফোঁড়ানো হবে তার আগে শরীরে কোনো ইনফেকশন বা অ্যালার্জি আছে কি না তা দেখে নিতে হবে। যদি কোনো ইনফেকশন বা কিছু থাকে তাহলে সেদিন কান না ফোঁড়ানোই ভালো। সুস্থ হলে তারপর কান ফোঁড়াতে হবে।
কান ফোঁড়ানোর পরে
কান বারবার স্পর্শ করা যাবে না। কান স্পর্শ করার আগে ভালো করে হাত ধুয়ে তারপর স্পর্শ করতে হবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কানের যত্ন
- কান ফোঁড়ানো