বিগ বস ১৬-র সঞ্চালনার জন্য ১০০০ কোটি পারিশ্রমিক চাইলেন সলমন খান!
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ০৮:২৩
ছবির বাজার যেমনই হোক, এই বেলা নিজের দর বাড়াচ্ছেন সলমন খান। ‘কভি ইদ কভি দিওয়ালি’ মুক্তি পেতে পেতে বছর শেষ। তার আগে বিগ বস ১৬-এর সঞ্চালনা দিয়ে ভবিষ্যত সুরক্ষিত করতে চাইছেন ভাইজান? পারিশ্রমিক হেঁকেছেন ১০০০ কোটি টাকা! যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের।
অঙ্কটা যে আগের চেয়ে তিনগুণ বেশি! অতএব, নতুন শো-য়ের দিনক্ষণের বদলে খবরের শিরোনামে এখন সঞ্চালক স্বয়ং।বিগ বস ১৫-তে সঞ্চালক হিসাবে সলমনের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি টাকা। চলতি বছর অক্টোবরে শুরু হতে চলা বিগ বস ১৬-র ক্ষেত্রে কেন এমন আকাশছোঁয়া চাহিদা সলমনের, সে নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।তবে হঠাৎ করেই কি বেশি টাকার প্রয়োজন হয় পড়ল ভাইজানের? সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি নিয়েছেন সলমন। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন।
- ট্যাগ:
- বিনোদন
- বিগ বস
- পারিশ্রমিক
- ‘বিগ বস শো’
- সালমান খান
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে