তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন চীনের লাখ লাখ মানুষ
তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির মধ্যে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ সিচুয়ানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি।খবরে বলা হয়, তাঝোউ শহরে প্রায় ৫৪ লাখ মানুষের বসবাস। সেখানে এ তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যা স্থায়ী হয় প্রায় তিন ঘণ্টার মতো।কর্মকর্তারা বলছেন, ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে প্রদেশের কলকারখানাগুলো উৎপাদন কমাতে বা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
এদিকে সিচুয়ান ও এর আশপাশের প্রদেশগুলোতে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।কর্মকর্তাদের ভাষ্য, শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জলাধারগুলো। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রিত অফিস ও ঘরবাড়িতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। যার কারণে বিদ্যুৎ সরবরাহ সংস্থাগুলো পড়েছে বেকায়দায়।
ইয়াংসি নদী— যা এশিয়ার দীর্ঘতম নৌপথ, এতে রেকর্ড পরিমাণ কমেছে পানি। কিছু অংশে স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম বৃষ্টি হয়েছে।