গুম-বিচারবহির্ভূত হত্যা তদন্তে স্বাধীন সংস্থা গঠনের প্রস্তাব মিশেল ব্যাচেলেটের
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতনের অভিযোগ থাকলেও, এসব বিষয়ে জবাবদিহিতার অভাব আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।
বাংলাদেশে ৪ দিনের সফরের শেষ দিন আজ বুধবার একটি বিবৃতি দেন ব্যাচেলেট। বিবৃতিতে এসব অভিযোগ তদন্তে একটি স্বাধীন বিশেষ সংস্থা গঠনের প্রস্তাব করেছেন তিনি।
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, 'জাতিসংঘ কমিটি অ্যাগেইনস্ট টর্চারসহ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা গত কয়েক বছর ধরে বাংলাদেশে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এসব অভিযোগের অনেকগুলোতেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) দায়ী করা হয়েছে।'
'এসব ঘটনার জন্য জবাবদিহিতার অভাব আছে' উল্লেখ করে হাইকমিশনার বলেন, 'আমি সরকারের মন্ত্রীদের কাছে এই গুরুতর অভিযোগ সম্পর্কে আমার গভীর উদ্বেগ উত্থাপন করেছি। আমি এসব অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছি।'