কাটা মাথা হাতে ২৫ কিলোমিটার হেঁটে থানায় আত্মসমর্পণ

সমকাল ভারত প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ২০:৫৫

প্রতিবেশির কাটা মাথা হাতে নিয়ে ২৫ কিলোমিটার হেঁটে থানায় আত্মসমর্পণ করেছেন এক যুবক। মঙ্গলবার এমন ঘটনার সাক্ষী হয়েছে ভারতের আসামের সোনিতপুর থানার পুলিশ সদস্যরা।


আত্মসমর্পণ করা ওই ব্যক্তির নাম তুনিরাম মাদারি। তিনি সোনিতপুর এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের ফুটবল ম্যাচের আয়োজন হয়েছিল সোনিতপুরে। সেই খেলায় বাজি ধরার জন্য একই গ্রামের বাসিন্দা বোইলা হেম্রামের কাছে ৫০০ টাকা ধার চেয়েছিলেন তুনিরাম মাদারি নামের অভিযুক্ত ওই যুবক। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন বোইলা। এই নিয়ে কথা কাটাকাটির জেরে বোইলাকে হত্যা করেন তুনিরাম। পরে বোইলারের কাটা মাথা হাতে নিয়ে তুনিরাম প্রথমে তার নিজের বাড়িতে যান। সেখানে তার বড় ভাই তুনিরামের দিকে তেড়ে আসেন। পরে তুনিরাম বাড়ি থেকে পালিয়ে বোইলারের মাথা হাতে নিয়েই ২৫ কিলোমিটার হেঁটে থানায় গিয়ে আত্মসমপর্ণ করেন। একই সঙ্গে হত্যার কাজে ব্যবহৃত দা পুলিশের হাতে তুলে দেন।


পুলিশ আরও জানিয়েছে, আত্মসমপর্ণের পরেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তুনিরামকে।



পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনার বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও