You have reached your daily news limit

Please log in to continue


এতিম মেয়ের ভয়ঙ্কর রূপ দেখা যাবে যে সিনেমায়

যুগ যুগ ধরে দুনিয়াজুড়ে ভূতের ছবির জনপ্রিয়তা। মজার বিষয় হলো, শুধু বিনোদন হিসেবে নয়, ভূতের ছবি দেখার কিছু ভালো দিকও রয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর কালচারাল স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের পরিচালক মার্গারেট জে কিংয়ের মতে, ‘ভৌতিক সিনেমাগুলো বহুকাল ধরে দর্শকদের মধ্যে এক ধরনের সাহস দিয়ে আসছে। ভৌতিক সিনেমাগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। এই সিনেমাগুলো দেখে আমরা বুঝতে পারি, কোনো ধরনের অহেতুক ভয় আমাদেরকে মেরে ফেলতে পারে না।’

১৯ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘অরফান: ফার্স্ট কিল’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরফান’ সিনেমার প্রিকুয়েল এটি।


উইলিয়াম ব্রেন্ট বেল পরিচালায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইসাবেল ফারম্যান, জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড, জেইড মাইকেলসহ আরও অনেকে। ২০২০ সালে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়। এবারের সিনেমার মত আগের টিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইসাবেল ফারম্যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন