২৪ আগস্ট দেশে ফিরতে পারেন গোতাবায়া রাজাপক্ষে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১৬:৩৫
শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আগামী সপ্তাহের শেষ দিকে দেশে ফিরবেন। সাবেক এক রাষ্ট্রদূতের বরাত দিয়ে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজফার্স্টের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া ২৪ আগস্ট দেশে ফিরতে পারেন। প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
চরম অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথম মালদ্বীপে যান গোতাবায়া। পরদিন ১৪ জুলাই তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র দেশে পাঠিয়ে দেন। ১৫ জুলাই তাঁর আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার।