বাণিজ্য প্রসারে হচ্ছে ‘অভ্যন্তরীণ কন্টেইনার নদীবন্দর’
নদীপথে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য প্রসারে নতুন কন্টেইনার বন্দর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গড়ে তোলা হবে নতুন এই নদীবন্দর। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ১ হাজার ৭৫১ কোটি টাকা ব্যয়ে‘আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নদীবন্দর স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। ১৬ আগস্ট অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ নৌপথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে কন্টেইনার আসা-যাওয়ার সুবিধা সৃষ্টি, অন্যান্য কার্গো পরিবহনের জন্য মাল্টিপারপাস জেটিসহ ট্রানজিট শেড নির্মাণ ও নদীপথের মাধ্যমে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর উদ্দেশ্যেই সরকার এ ধরনের একটি প্রকল্প গ্রহণ করেছে।