বিচ্ছিন্ন মাথা হাতে নিয়ে ২৫ কিলোমিটার হেঁটে থানায় যুবক

ডেইলি বাংলাদেশ ভারত প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১১:৩৫

বাজির ৫০০ টাকা নিয়ে বিতর্কের পর প্রতিবেশীর মাথা কেটে থানায় আত্মসমর্পণ করেছেন এক যুবক। এজন্য তিনি মুণ্ডু হাতে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। সোমবার ভারতের আসামের উত্তরাঞ্চলের সনিটপুর জেলায় এ ভয়ানক ঘটনাটি ঘটেছে।-খবর এনডিটিভির। ঘটনা আগে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ফুটবল ম্যাচের আয়োজন হয়।


সেই আয়োজনের পরই ঘটনা ঘটে।  এর আগে, নিহত ব্যক্তি অভিযুক্ত তুনিরাম মাদরির কাছ থেকে ৫০০ রুপি ঋণ নেয়। কিন্তু পরবর্তীতে তা অস্বীকার করে।  কর্মকর্তারা জানান, ফুটবল ম্যাচ জয়ের পর তুনিরাম একটি ছাগল পুরস্কার পান। তখন ঋণ নেয়া বইলা হেমরামকে ছাগলটি জবাই করতে সহায়তার কথা বলে তুনিরাম। কিন্তু হেমরাম সঙ্গ দিতে অস্বীকার করলে তুনিরাম রাগান্বিত হয়ে আক্রমণ করে বসে।  তারা আরো জানায়, হত্যার পর হেমরামের মুণ্ডু নিয়ে বাড়িতে যায় তুনিরাম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও