ভারতে সিএনজির দাম কিলোতে ৬ রুপি কমল
ভারতের প্রাকৃতিক গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান-এমজিএল কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) দাম কিলোপ্রতি ছয় রুপি এবং বাসাবাড়িতে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের (পিএনজি) দাম কমছে চার রুপি প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে।
ভারতের মুম্বাইয়ে এটি বুধবার থেকে কার্যকর হবে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়, শহরের গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলোকে দেশীয়ভাবে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের বরাদ্দ বাড়াতে বলেছিল। এর পরই গ্যাসের দাম কমানোর ঘোষণা আসে।