বিদেশ গিয়ে সইতে হয়েছে নির্মমতা, ফিরেও বড় বিপদে তাঁরা
কিরগিজস্তানে গেলে মাসে ৫২ হাজার টাকা বেতনে চাকরি হবে। দালালের এ কথায় বিশ্বাস করে বাড়ির জায়গা বন্ধক, ব্যাংক থেকে ঋণ এবং অনেকের কাছ থেকে ধারদেনা করে ৩ লাখ ২০ হাজার টাকা জোগাড় করেছিলেন। সেই টাকা দিয়ে দেশটিতে গিয়ে সারা মাস কাজ করে বেতন পান ১০ হাজার ৩০০ টাকা। তা থেকে নিয়োগকর্তা কেটে রাখেন সাত হাজার টাকা। কারণ হিসেবে বলেন, দালাল তাঁদেরকে বিক্রি করে দিয়েছেন। পরে দেশ থেকে জমি বিক্রি করে টাকা পাঠানো হয় কিরগিজস্তানে। সেই টাকা দিয়ে দেশে ফিরেছেন তিনি।
এ ঘটনার শিকার হয়েছেন কিশোরগঞ্জের মো. সজল মিয়া। দেশে ফেরার পরেও রেহাই পাননি তিনি। এখন দালালের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। শুধু সজল নন, সরকার অনুমোদিতভাবে কিরগিজস্তানে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হওয়া সাত বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন।