![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-08%252F9994de89-de75-4e57-bc26-132634b4bd26%252FBarguna_DH0700_20220815_barguna__.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ছাত্রলীগকে পিটুনি: বরগুনার অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে নেওয়া হলো বরিশালে
বরগুনায় ছাত্রলীগের শোক দিবসের মিছিলে হামলা থামাতে গিয়ে লাঠিপেটার ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে তাঁর কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে বিশেষ দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেঞ্জ ডিআইজি এই আদেশ দিয়েছেন।
বিকেল চারটার দিকে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার বরগুনার ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে মহররম আলীকে আপাতত রেঞ্জ কার্যালয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বদলি
- পুলিশ সুপার
- ডিআইজি
- মহরম আলী