কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যাস চুরি ঠেকাতে জোনভিত্তিক মিটার স্থাপন সম্পন্ন

বার্তা২৪ পেট্রোবাংলা ভবন, কারওয়ান বাজার প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৯:৫৮

অবশেষে গ্যাস চুরি ঠেকাতে প্রত্যেকটি জোনে মিটার বসানোর কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহ থেকেই এগুলোর চালু করা হবে বলে বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।


মিটার চালু হলে কোন জোনে সিস্টেম লস কত তা সহজেই নিশ্চিত হওয়া যাবে। এতে করে সংশ্লিষ্ট জোনগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং সিস্টেমলস কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।


 

আন্তর্জাতিকভাবে সিস্টেম লস ২ শতাংশের নিচে থাকলে তাকে আদর্শ বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশে গ্যাস খাতে সিস্টেম লস ১০ শতাংশের উপরে। যদিও কাগজে কলমে গত জুলাই-ডিসেম্বর সিস্টেম লস দেখানো হয়েছে মাত্র সাড়ে ৮ শতাংশ। এই হিসেবের মধ্যে বিশাল ফাঁকি রয়েছে। আবাসিক ও শিল্পে ২৪ ঘণ্টার পরিবর্তে কম সময়ে গ্যাস দিয়েও ২৪ ঘণ্টার বিল আদায়সহ নানাভাবে গরমিল করার অভিযোগ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও