You have reached your daily news limit

Please log in to continue


সিঁথিতে সিঁদুর, লাল শাড়িতে সম্পূর্ণ উন্মুক্ত পিঠ! হঠাৎ কেন এই সাজে লাস্যময়ী পার্নো?

পার্নো মিত্র (Parno Mittra) , এই নামটা শুনলেই পুরুষ মহলে অনেক অনুরাগীর বুকেই ঝড় ওঠে! আর তা ওঠাই তো স্বাভাবিক! পার্নো এতটাই সুন্দর ও তাঁর কার্ভি ফিগার দেখে মুগ্ধ হওয়াই স্বাভাবিক। সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ধর্মযুদ্ধ। সেই ছবিতে অভিনয় করেছেন পার্নো। গুরুত্বপূর্ণ ভূমিকাতেই অভিনয় করেছেন। যদিও পর্দার পার্নোর সঙ্গে বাস্তবের পার্নোর আকাশ পাতাল তফাৎ! নিজের সৌন্দর্য দিয়ে তিনি যেভাবে অনুরাগীদের মাতিয়ে রাখেন, সঙ্গে তাঁর অসাধারণ ফ্যাশন সেন্স!

সব কিছুরই প্রশংসা করা উচিত। কিন্তু আজ পার্নো মিত্রর পুরনো এক ফটোশ্যুট নিয়ে কথা বলব। যা সেই সময়ে বেশ ভাইরাল হয়েছিল। বাঙালি সাবেকি কনের সাজে (Bengali Bridal Look) ধরা দিয়েছিলেন এই সুন্দরী। কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর পরে সুন্দর করে সেজেছিলেন। আজ পার্নোর সেই লুকই ফিরে দেখব আমরা! (ছবি- ইনস্টাগ্রাম @parnomittra)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন