তালেবানি আফগানিস্তানে সহিংসতা কমেছে ব্যাপকভাবে

জাগো নিউজ ২৪ আফগানিস্তান প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৯:০৩

আফগানিস্তানের বেশিরভাগ অংশে এখন আর যুদ্ধের তর্জন-গর্জন শোনা যায় না। পশ্চিমা-সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান ক্ষমতা দখলের এক বছরে দেশটিতে সহিংসতা কমেছে ব্যাপকভাবে। তবে এর সঙ্গে শান্তির বিষয়টি মিলিয়ে বিভ্রান্ত হবেন না। আফগানিস্তানে ক্ষুধা ও দারিদ্র্য আরও বেড়েছে। সবচেয়ে খারাপ আছেন নারীরা। তাদের কাজ ও শিক্ষার সুযোগ সীমিত হয়েছে। তালেবানের হাতে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের তথ্য বলছে, দেশটিতে আত্মঘাতী বোমাহামলা ও বিমান হামলার জায়গায় এখন অত্যাচার ও মৃত্যুদণ্ডের মতো নিশানাকৃত হামলা বেশি হচ্ছে।


এই নতুন তালেবানের আচরণ অনেকটাই ১৯৯৬ থেকে ২০০১ সাল অব্দি আফগানিস্তান শাসন করা পুরোনো তালেবানের মতো। দেশব্যাপী সশস্ত্র অভিযানের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এর পরের এক বছরে আফগানিস্তানে বেসামরিক লোকদের ওপর হামলার হার কমে গেছে ৫০ শতাংশের বেশি। রাজনৈতিক সহিংসতার তথ্য নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) এই হিসাব তুলে ধরেছে। তারা বলছে, গত এক বছরে আফগানিস্তানে ড্রোন ও বিমান হামলা কমেছে প্রায় ৯৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও