![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffdhjh-20220816150905.jpg)
রংপুরে বেড়েছে খোলা সয়াবিনের দাম
সপ্তাহের ব্যবধানে রংপুরে খোলা সযাবিন তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে দাম বেড়েছে মুরগি, ডিমসহ কিছু সবজির। এছাড়া বাড়তির তালিকায় যুক্ত হয়েছে চাল, আটা ও ময়দা।
মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯১০ টাকায় বিক্রি হলেও খোলা সযাবিন তেল ১৭০-১৮০ টাকা থেকে বেড়ে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।