![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbipasha-basu-20220816152645.jpg)
মা হতে যাচ্ছেন বিপাশা বসু, প্রকাশ করলেন ছবি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৫:২৬
বলিউড জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। তিনি মা হতে যাচ্ছেন এ খবর আগেই জানা গিয়েছিল। তবে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত বিপাশা বসু ও করণ সিং গ্রোভার দম্পতির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল।
এবার ইনস্টাগ্রামে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করে সুসংবাদটি নিশ্চিত করেছেন ৪৩ বছর বয়সী বিপাশা নিজেই। ছবিতে দেখা যায়, পরম যত্নে হাত দিয়ে বেবি বাম্প আগলে আছেন হবু বাবা করণ। অপর ছবিতে বিপাশার পেটে চুম্বন দিচ্ছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) ছবিগুলো শেয়ার করে বিপাশা লেখেন, “নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।”