You have reached your daily news limit

Please log in to continue


প্রথম সন্তানের বয়স ৪ মাস, ফের মা হচ্ছেন অভিনেত্রী

গত ৩ এপ্রিল কন্যা সন্তানের মা-বাবা হন তারকা দম্পতি দেবিনা ব্যানার্জি ও গুরমিত চৌধুরী। প্রথম সন্তানের বয়স এখনো সাড়ে ৪ মাস পূর্ণ হয়নি। তার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দিলেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই দুই তারকা।

মঙ্গলবার (১৬ আগস্ট) দেবিনা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার খবর জানান।

ছবিতে দেখা যায়, গুরমিত চৌধুরী কন্যা লিয়ানাকে কোলে নিয়ে স্ত্রী দেবিনাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। গুরমিতকে জড়িয়ে ধরে আলট্রাসনোগ্রাফির ফিল্ম প্রদর্শন করেছেন দেবিনা। এ ছবির ক্যাপশনে দেবিনা লিখেন- কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয়। যা কেউ বদলাতে পারে না। এটি তেমনি একটি আশীর্বাদ। আমাদের পূর্ণতা দিতে সে আসছে। টিভি অনুষ্ঠান ‘রামায়ণ’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন দেবিনা-গুরমিত। এতে তারা রাম ও সীতা চরিত্রে অভিনয় করেন। এ দুটি চরিত্র তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ সময়ে সম্পর্কে জড়ান তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন