‘মহারানী’ হয়ে কপাল খুলল

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১২:২৩

হুমা কুরেশির বলিউড ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হয়েছে চলতি বছর। এক দশকের এই সফর অভিনেত্রীর কাছে মিশ্র অভিজ্ঞতার। ২০১২ সালে অনুরাগ কশ্যপের বহুল প্রশংসিত ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর দুই কিস্তিতে মোহসিনা চরিত্রে অভিনয় করে আলোচিত হন। পরের এক দশকে ‘বদলাপুর’, ‘ডি-ডে’, ‘দেড় ইশকিয়া’, ‘জলি এলএলবি টু’র মতো আলোচিত সিনেমায় দেখা যায় তাঁকে। অভিনয় করেছেন বেশ কয়েকটি তামিল, ইংরেজি ও মারাঠি সিনেমাতেও। তবে হিন্দিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ না পাওয়ায় অনেকটা আড়ালেই থেকে গেছেন। হুমার সে আক্ষেপ ঘুচিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। গত বছর সনি লিভে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘মাহারানী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি। ২৫ আগস্ট মুক্তি পাবে প্রশংসিত এই সিরিজের দ্বিতীয় সিজন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই সিরিজসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন হুমা।


এই অভিনেত্রী জানান, ‘মাহারানী’ তাঁর ক্যারিয়ারে গতিপথ ঘুরিয়ে দিয়েছে, নানা ধরনের বৈচিত্র্যময় প্রজেক্ট যুক্ত হওয়ার সুযোগ উন্মুক্ত করে দিয়েছে। জুগিয়েছে আত্মবিশ্বাস। হুমা এখন মনে করেন, যেকোনো সিনেমা বা সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করতে পারবেন। হুমা বলেন, ‘আমি ওটিটির জন্য অনেকগুলো কাজ করছি। প্রতিটিতে বৈচিত্র্যময় চরিত্রে সুযোগ পেয়েছি। এটা হয়েছে ‘মাহারানী’র সাফল্যের জন্যই। কেবল ওটিটি নয়, সিনেমার প্রস্তাবও পাচ্ছি। একের পর এক ইন্টারেস্টিং সব প্রস্তাব পেয়ে আমি রীতিমতো রোমাঞ্চিত।’ সামনে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাবে খাবারবিষয়ক লেখক ও পাচক তারলা দালালের বায়োপিক তারলায়। এ ছাড়া সম্প্রতি বলিউডের অন্যতম সফল প্রযোজক দিনেশ বিজয়ের সিনেমা ‘পূজা মেরি জান’, কমেডি ছবি ‘ডাবল এক্সএল’, বাসান বালার ‘মনিকা ও মাই ডার্লিং’য়ে দেখা যাবে তাঁকে। নিজের সাম্প্রতিক কাজ সম্পর্কে হুমা বলেন, ‘আমার ক্যারিয়ারে বড় বদল ঘটে গেছে। এখন নারীদের জন্য দারুণ সব চরিত্র লেখা হচ্ছে। সিনেমা ও স্ট্রিমিং সাইটগুলোতে ভালো কনটেন্টের যেন জোয়ার এসেছে।’


হুমা জানান, ‘মহারানী’ ও ‘তারলা’য় মূলত সফল নারীর জয়গান গাওয়া হয়েছে। ‘তারলা’ নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘তিনি (তারলা) যেভাবে রান্না নিয়ে প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে বিষয়টিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরেছিলেন, সেটা অসাধারণ। তিনি অনেকের জন্য রোল মডেল। যিনি পাশের বাড়ির সাধারণ এক নারী থেকে খ্যাতি পেয়েছেন।’ তারলা টিভি শো ‘কুক ইট আপ উইথ তারলা দালাল’ উপস্থাপনা করে খ্যাতি পান। এ ছাড়া রান্না নিয়ে শতাধিক বইও লিখেছেন।


সাক্ষাৎকার হুমা কথা বলেছেন ‘মহারানী’ সিরিজে তাঁর চরিত্র নিয়েও। জানান, তাঁর অভিনীত রানী ভারতী চরিত্রের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিয়ে বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, নারীবাদের কোনো কিছু না জেনেই রানী প্রচণ্ডভাবে নারীবাদী। এমনকি সে নারীবাদ বলে কোনো শব্দই শোনেনি, যা অনেক ভারতীয় নারীর ক্ষেত্রেই সত্যি। কিন্তু তাঁরা খুবই শক্ত ধাঁচের, অনেক কিছু অর্জন করেছেন।
‘মহারানী’র দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন রবীন্দ্র গৌতম। হুমা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন সোহম শাহ, বিনীত কুমার প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও