কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলঙ্কার বন্দরে ভিড়ল চীনের আলোচিত সেই জাহাজ

কালের কণ্ঠ শ্রীলঙ্কা প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১০:৩০

অনিশ্চয়তা ও নানা প্রশ্নের পর মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করেছে চীনের জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’। জাহাজটিকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয় বলে চীনের পক্ষ থেকে বলা হলেও আসলে এর মাধ্যমে নজরদারির কাজ চালানো হয় বলে ভারতের অভিযোগ।


প্রতিবেশী শ্রীলঙ্কার বন্দরে চীনা জাহাজটির নোঙর করা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে ভারত। সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও। দুই দেশের উদ্বেগের কারণে চীনা জাহাজটিকে প্রবেশ করতে দেওয়ার বিষয়ে দোটানায় ছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। প্রথমে এই জাহাজের প্রবেশে সায় দেয়নি কলম্বো। তবে পরে মত বদলায়।


জাহাজটি হাম্বানটোটায় ভেড়াতে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে তা নিয়ে মুখ বন্ধ রেখেছে চীন সরকার। এই প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুধু বলেছেন, ‘ইয়ুয়ান ওয়াং-৫ জাহাজকে তাদের বন্দরে নোঙর করার ছাড়পত্র দিয়েছে শ্রীলঙ্কা। ’


ভারতের তরফে জানানো হয়েছে, তারা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও