কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফাইনালের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ২১:০৫

এবারের এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতে অনুষ্ঠিত হলেও এর আয়োজক থাকছে শ্রীলংকাই। বিশ্বকাপকে সামনে রেখে এবারের খেলা হবে টি-২০ ফরম্যাটে। 


যদিও এই ফরম্যাটে বাংলাদেশ তেমন একটা সাচ্ছন্দে নেই তবুও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ফাইনালের আশা নিয়ে দল প্রস্তুত হচ্ছে। ২০১৬ ও ২০১৮ সালে পরপর দুই আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। দুইবারই ভারতের কাছে হারিয়েছে শিরোপা। এবার ফাইনালের লক্ষ্যে মাঠে নামবেন সাকিবরা।


খালেদ মাহমুদ আত্মবিশ্বাস নিয়ে বলেন,‘ আমি বিশ্বাস করি, আমরা সেখানে ভালো করতে পারব। এর আগেও বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলেছে। ফরম্যাট ৫০ ওভার হোক বা টি-২০ আমরা ফাইনালটা অবশ্যই খেলতে চাই। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা করতে, ভালো ক্রিকেট খেলতে।’ এবারের আসরে প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের টপকে বাংলাদেশকে যেতে হবে সুপার ফোরে। সেখানে লিগ পর্বের মতো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও