গত বছরের ২১ অক্টোবর ‘রাস্ট’ ছবির শুটিং সেটে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চলা শুটিংয়ে গোলাগুলির একটি দৃশ্যে ছিলেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। চিত্রনাট্য অনুযায়ী সবকিছু চলছিল। হঠাৎ ঘটল এক বিপত্তি। বল্ডউইনের হাতে থাকা প্রপসের বন্দুক থেকে বেরিয়ে এল সত্যিকারের বুলেট! সঙ্গে সঙ্গে মারা যান ছবির প্রধান চিত্রগ্রাহক হ্যালিনা হাচিন্স। গুরুতর আহত হন ছবির পরিচালক জোল সুজা। এই ঘটনা নিয়ে স্বভাবতই তোলপাড় হয়েছে পুরো দুনিয়ায়।
শুটিং সেটে শিল্পীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকেই এ ঘটনায় সরাসরি আঙুল তুলেছেন অভিনেতা বল্ডউইনের দিকে। কিন্তু বারবার অভিনেতা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি সেদিন বন্দুকের ট্রিগারই চাপেননি। তবে পুরো ঘটনা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই যে তদন্ত করেছে, তাতে মিলেছে ভিন্ন কথা। এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অবশ্যই সেদিন ট্রিগার চেপেছিলেন বল্ডউইন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি।
আগ্নেয়াস্ত্রের ফরেনসিক পরীক্ষা শেষে এফবিআই জানিয়েছে, ট্রিগারে চাপ দেওয়া না হলে কোনোভাবেই গুলি বের হওয়া সম্ভব নয়। তিনি (বল্ডউইন) অবশ্যই ট্রিগারে চাপ দিয়েছিলেন। যে গুলি হালিনা হাচিন্সের বুকে লাগার পর তাঁর মৃত্যু হয়। গত বছরের ডিসেম্বরের মর্মান্তিক ওই ঘটনা নিয়ে প্রথমবারের মতো টিভি সাক্ষাৎকার দিয়েছিলেন বল্ডউইন। এনবিসি নিউজকে দেওয়া সেই সাক্ষাৎকারে বারবার ট্রিগার চাপার কথা অস্বীকার করেন অভিনেতা। তিনি বলেন, ‘আমি কখনোই ট্রিগার চাপিনি।’
You have reached your daily news limit
Please log in to continue
অভিনেতার গুলিতেই সিনেমাটোগ্রাফারের মৃত্যু হয়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন