কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রান্সফার লাইভ: বার্সার রাডারে পাঁচ রাইট-ব্যাক

ডেইলি স্টার প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১৮:২৯

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।


২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।


বার্সেলোনার রাডারে পাঁচ রাইট-ব্যাক


অনেক দিন থেকেই একজন ভালো মানের রাইট-ব্যাক খুঁজে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। সাংবাদিক জেরার্দ রোমেরো সংবাদ অনুযায়ী, বর্তমানে তাদের রাডারে রয়েছেন পাঁচ জন রাইট-ব্যাক। এরা হলেন বায়ার লিভারকুসেনের জেরিমি ফ্রিমপং, ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যারন ভ্যান-বিসাখা ও দিয়াগো দালট, ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথ এবং বরুসিয়া ডর্টমুন্ডের টমাস মিউনিয়ের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও