You have reached your daily news limit

Please log in to continue


১৫ই আগস্টের ভাবনা

বাংলার মানুষের সমাজজীবনে সর্বাপেক্ষা বিষাদ ও ‘বিপর্যয়ের’ দিন ১৫ আগস্ট ১৯৭৫। মানুষের জগৎ-দর্শন কেবল হানাহানি এবং স্বার্থপরতার জন্য নয়, সৌহার্দ্য-সম্প্রীতির মাধ্যমে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে মাটির পৃথিবীকে সুবর্ণ সাজে সজ্জিত করা। এই ১৫ই আগস্ট সেই পথের প্রধান অন্তরায়। বঙ্গবন্ধু চেয়েছিলেন, সব বৈষম্যের অবসান ঘটিয়ে, ধর্মীয় ‘বিদ্বেষ বিষ নাশ’ করে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে এক সুশীতল ছায়ায় অবস্থানের ব্যবস্থা করতে।

এই দিনে তাঁকে প্রায় সপরিবারে নৃশংস উপায়ে হত্যা করে গোটা জাতির আনন্দময় বাঁচার অধিকার রুদ্ধ করা হয়। তাই ১৫ই আগস্ট বাংলার মানুষের মানবধর্ম রক্ষার সর্বাপেক্ষা বিপর্যয়ের দিন। জাতীয় বিপদের দিন। তাই বলে এই দিনে আমাদের কেবল শোক প্রকাশ করলেই চলবে কেন! মানবধর্মের প্রতি বঙ্গবন্ধুর সুদৃঢ় অঙ্গীকারের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে প্রতিস্থাপনের বিষয়টিতে জোর দিতে হবে। আড়ম্বরের সঙ্গে লোক-দেখানো স্মরণসভা করে আখের গোছানোর চেয়ে বঙ্গবন্ধু যে মানবমুক্তির আদর্শ প্রতিষ্ঠার ভার নিয়েছিলেন, তা কিভাবে কার্যকর করা যায়, তা করতে পারলে ঘাতকদের মানববিদ্বেষের সমুচিত জবাব দেওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন