কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জেনারেটর সার্ভিস মিলবে মোবাইল অ্যাপে

সমকাল প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১০:১৮

ডিজিটাল যুগে সব কিছুই যেনো অনলাইন নির্ভর হয়ে উঠছে। অ্যাপের মাধ্যমে হাতের নাগালে এসে যাচ্ছে সকল সুবিধা। এবার অ্যাপে নিয়ে আসা হলো জেনারেটর সার্ভিসের সকল বিষয়াদি। 


সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে সার্ভিস অ্যাপ 'পাওয়ারএক্স'-এর উদ্বোধন করলো এসিআই মটরস। উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে অনলাইনে একজন গ্রাহক তার সার্ভিসিং সংক্রান্ত টিকিট জেনারেট করে স্বল্প সময়ে সার্ভিস প্রাপ্তি নিশ্চিত করতে পারবে।


প্রতিষ্ঠানটির দাবি এই অ্যাপের মাধ্যমে যে কোনো ধরণের স্পেয়ার পার্স সংক্রান্ত তথ্য এবং ক্রয় সংক্রান্ত সার্ভিস অনলাইনে অ্যাপের মাধ্যমে গ্রাহক সম্পূর্ণ করতে পারবেন। সেই সঙ্গে এর মাধ্যমে কাস্টমার স্যাটিসফেকশন পর্যালোচনা করতে এবং সার্ভিসের গুণগত মান নিশ্চিত করতে সক্ষম হবে।


পাওয়ারএক্স অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্-এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় জানানো হয় এই অ্যাপের মাধ্যমে পুরো দেশ জুড়ে গ্রাহক সেবাকে আরো সুনিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও