অনন্ত আমার কথা ভুল ভাবে নিয়েছে, মানেটা বোঝেনি: মিশা
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘দিন দ্য ডে’-এর মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ছবিটির নায়ক অনন্ত জলিল বলেন, 'চলচ্চিত্রের উন্নয়নে আসলে মিশার কোনো অবদানই নেই। সে আমার ছবির নিয়ে বলার কে?'
শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ছবি দেখতে এসে সাংবাদিকদের সামনে অনন্ত জলিল একথা বলেন। তিনি আরও বলেন, মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজক না, ক্রিয়েটিভ পার্সনও না। তার দ্বারা সিনেমার উন্নতি হয় না। যার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যার নতুন ক্রিয়েটিভিটি নেই তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে- প্রশ্ন রাখেন অনন্ত?
অনন্ত জলিলের এমন মন্তব্যের পর সমকালকে মিশা সওদাগর বলেন, 'অনন্ত জলিল আমার কথা ভুলভাবে বুঝেছেন কিংবা ভুলভাবে ব্যাখা করেছেন। হতে পারে কেউ আমার কথার ভুল ব্যাখ্যা তাকে দিয়েছে। আমি আসলে অনন্ত জলিলের সমালোচনা করিনি। করেছিলাম বাজেটের।