কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চার দিন পর চাঙা পুঁজিবাজার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১৬:৫৪

টানা চার কার্যদিবস দরপতনের পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ আগস্ট) পুঁজিবাজারে উত্থান হয়েছে। বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট।


সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা চার কার্যদিবস দরপতনের পর রোববার পুঁজিবাজারে উত্থান হলো।



বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে ফ্লোর প্রাইস উঠানো হবে না বিনিয়োগকারীদের এমন সতর্কবার্তা দেওয়ার পর আজ পুঁজিবাজারে উত্থান হলো।


ডিএসইর তথ্য মতে, এদিনও বিক্রেতার তুলনায় ক্রেতার উপস্থিতি কম ছিল। এ কারণে মাত্র ১৬ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৫৬১টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ৬৪৪ কোটি ৪৫ লাখ ৩১ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯৯ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও