You have reached your daily news limit

Please log in to continue


প্রসঙ্গ যখন বয়স

বলিউডে প্রায়ই নিজের চেয়ে অনেক কম বয়সী নায়িকাদের সঙ্গে নায়কদের রোমান্স করতে দেখা যায়। ‘আতরঙ্গি রে’ ছবিতে অক্ষয় কুমার-সারা আলী খান, ‘ডিয়ার জিন্দেগি’তে শাহরুখ খান-আলিয়া ভাট—এমন অনেক উদাহরণই দেওয়া যায়। সম্প্রতি দিশা পাটানিকে দেখা গেছে ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে জুটি বাঁধতে। দিশার জন্য অবশ্য এটা নতুন অভিজ্ঞতা নয়। আগে দিশা সালমান খানের সঙ্গে ‘রাধে: মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে রোমান্স করেছেন। পর্দায় নায়ক-নায়িকার এই বয়সের ব্যবধান নিয়ে মুখ খুলেছেন দিশা।

দিশা নিজে সালমান, জনের মতো সিনিয়র অভিনেতার বিপরীতে কাজ করেছেন। বয়সে অনেক বড় নায়কদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দিশা বলেন, ‘এ নিয়ে আমার কিছু যায়–আসে না। ছবির চরিত্রের ওপর সবকিছু নির্ভর করছে। পর্দায় মানানসই হওয়া নিয়েই কথা। আমি মনে করি, নায়কেরা যদি অনেক কম বয়সী নায়কদের সঙ্গে কাজ করতে পারেন, তাহলে নায়িকাদের ক্ষেত্রেও তা–ই হওয়া উচিত। নায়িকারাও তাঁদের চেয়ে বয়সে ছোট নায়কদের সঙ্গে জুটি বাঁধতেই পারেন। তবে তা নির্ভর করছে দর্শকের ওপর। দর্শক যদি এটাকে খোলা মনে স্বাগত জানাতে প্রস্তুত থাকেন, তাহলে আমরা শিগগিরই বলিউড ছবিতে পরিবর্তন দেখতে পাব। কারণ, দর্শকই আমাদের সব।’

দিশা বলিউডে পা রেখেছিলেন ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে। ‘ধোনি’ থেকে ‘এক ভিলেন রিটার্নস’ পর্যন্ত তাঁর অভিনয় ক্যারিয়ার নিয়ে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘কেন জানি না, আজও যেকোনো ছবি করার সময় মনে হয়, সেটাই আমার প্রথম ছবি। শুটিংয়ের শুরুর দিনগুলোয় মনে হয়, আমার পেটের মধ্যে একঝাঁক প্রজাপতি উড়ছে। সব ছবিকে একইভাবে মূল্যায়ন করি। প্রতিটি ছবির চরিত্র অনুযায়ী যে বদলের প্রয়োজন, তার ওপর মন দিই। ক্যারিয়ারে কী করলাম, তা নিয়ে মাথা ঘামাই না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন