এক চাপেই গান শনাক্ত করতে পারে আইফোন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১৫:৩১
আইফোনের একটি প্রয়োজনীয় ফিচার সম্পর্কে অনেকেই হয়ত জানেন না, যেখানে কোনো অ্যাপ না খুলে কেবল একটি চাপ দেওয়ার মাধ্যমেই রেডিওতে, গাড়িতে অথবা কোনো বন্ধুর বাসায় বাজানো গান শনাক্ত করা সম্ভব।
মার্কিন সংবাদ প্রকাশনা সিএনবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এই ফিচার ২০১৮ সালে অ্যাপলের অধিগ্রহন করা সঙ্গীত শনাক্তকরণ সেবা ‘শাজাম’-এর সঙ্গে আইফোন ও আইপ্যাড একত্রীকরণের একটি অংশ।
অ্যাপল ডিভাইসে দুই বছর ধরে থাকলেও ফিচারটি এখন বেশি প্রয়োজনীয় কারণ মানুষ এখন বেশিরভাগ সময় বাসার বাইরে অবস্থান করেন। এ ছাড়া, ফিচারটি চালাতে ‘শাজাম’ অ্যাপ ইনস্টল করতে হবে না ব্যবহারকারীকে।
কীভাবে চালু করবেন?
- আইফোন সেটিংসে যান।
- ‘কন্ট্রোল সেন্টার’ বাটনে চাপ দিন।
- নীচে স্ক্রল করে ‘মোর’ অপশনে গিয়ে ‘মিউজিক রিকগনিশন’ অপশনের পাশে থাকা ‘+’ বাটনে চাপ দিন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মিউজিক প্লেয়ার
- ফিচার ফোন