কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমবাপ্পের পেনাল্টি মিস, নেইমারের জোড়া গোল

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১১:৩৩

বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ানদের মনে আশার আলো জ্বেলে পিএসজির হয়ে লিগের শুরুটা দারুণ করেছেন নেইমার। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে ক্লেরমোঁর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পিএসজিকে ৫-০ ব্যবধানে জেতাতে একটি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি গোল।


নেইমারের এই ভালো শুরুটা অব্যাহত আছে। দ্বিতীয় ম্যাচে মঁপেলিয়েকে ৫-২ গোলে উড়িয়ে দিতে জোড়া গোল করেছেন নেইমার। পিএসজির প্রথম ম্যাচে না খেলা কিলিয়ান এমবাপ্পে কাল পিএসজির জয়ে অবদান রেখেছেন একটি গোল করে। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে তাঁরও হতে পারত দুই গোল।

ক্লেরমোঁর বিপক্ষে জোড়া গোল পাওয়া লিওনেল মেসি এদিন অতটা জ্বলে উঠতে পারেননি। গোল পাননি, গোলে সহায়তাও নেই আর্জেন্টাইন তারকার। এরপরও পিএসজি এগিয়ে যেতে পারত ম্যাচের ২৩ মিনিটেই। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি এমবাপ্পে। প্রথম গোল পেতে পিএসজির অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। সেটিও আবার ছিল আত্মঘাতী গোল।


প্রথমার্ধের শেষ দিকে আবার পেনাল্টি পায় পিএসজি। এবার আর এমবাপ্পে পেনাল্টি নেননি, স্পট কিক থেকে বল সহজেই জালে জড়ান নেইমার। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫৮ মিনিটে মঁপেলিয়ে একটি গোল ফেরত দেওয়ার ১১ মিনিট পর স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। ৮৭ মিনিটে রেনাতো সানচেজ গোল করে স্কোরলাইন ৫-১ করেন। যোগ করা সময়ে একটি গোল ফেরত দিয়ে ব্যবধান কমায় মঁপেলিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও