‘ভুল’ স্বীকারেই পার পেয়েছেন সাকিব
অনলাইন বেটিং সাইটের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার পর সাকিব আল হাসানের কাঁধেই উঠেছে টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই অলরাউন্ডার নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। ক্রিকেট বোর্ডকে না জানিয়ে চুক্তি করার বিষয়টি থেকে গেল আড়ালেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি না নিয়ে চুক্তি করেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন সাকিব। কিন্তু তাকে আনা হয়নি শাস্তির আওতায়।
বার বার নিয়ম ভাঙার কারণে সংবাদের শিরোনাম হওয়া এমন একজন ক্রিকেটারকে কেন অধিনায়ক করা হলো- এমন প্রশ্নে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছেন। তার আসলে এটার সঙ্গে যুক্ত হওয়া ঠিক হয়নি। নিশ্চিতভাবে সাকিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। বোর্ডের আগের মিটিংয়ে সাকিবকে অধিনায়ক করার চিন্তা-ভাবনা ছিল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পরিকল্পনায় স্থির থাকবো।’
শনিবার বিকেলে সাকিবের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ড পরিচালকদের কয়েকজন ও নির্বাচক কমিটি।