কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেইমার-রিভালদোর ছায়া তার মাঝে দেখেন জাভি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৪:৫৪

এখনো বার্সেলোনার জার্সি গায়ে একটা ম্যাচও খেলেননি তিনি। এরই মধ্যে বার্সা কোচ জাভি হার্নান্দেজ তার মাঝে দেখতে শুরু করেছেন নেইমার-রিভালদোদের মতো কিংবদন্তিদের ছায়া। বার্সেলোনায় নাম লিখিয়ে দলটির যুক্তরাষ্ট্র সফর আর হোয়ান গ্যাম্পার ট্রফির কিছু ম্যাচে খেলেছেন রাফিনিয়া। তাতেই যা ঝলক দেখিয়েছেন তা-ই দলের কোচকে মনে করিয়ে দিচ্ছে ব্রাজিলিয়ান কিংবদন্তিদের খেলা। 


তবে এবার মূল মঞ্চে আলো কেড়ে নেওয়ার পালা। আজ রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২-২৩ মৌসুমটা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে বার্সা। তার আগে সংবাদ সম্মেলনে রাফিনিয়াকে নিয়ে প্রাথমিক মূল্যায়নটা করলেন জাভি, যেখানে টেনে আনলেন নিজের রিভালদো-নেইমারের স্মৃতিকে।


ব্রাজিলের দুই কিংবদন্তির সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে জাভির। এবার রাফিনিয়াকে দেখছেন কাছ থেকে। দেখেই তাকে অন্যদের চেয়ে আলাদা মনে হয়েছে সাবেক বার্সা অধিনায়কের। 


আনুষ্ঠানিক ম্যাচ না খেললেও অনানুষ্ঠানিক অভিষেকটা মন্দ হয়নি তার। পাঁচ ম্যাচ খেলেছেন, করেছেন ২ গোল, যোগান দিয়েছেন আরও চার গোলে। এর মধ্যে এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে আছে তার একটি গোল। বক্সের বাইরে থেকে করা তার গোলটাই গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য।


এমন সব পারফর্ম্যান্সের পর রাফিনিয়াকে নিয়ে জাভির মূল্যায়ন, ‘আমার মনে হয় অন্যান্য সব খেলোয়াড়ের চেয়ে সে আলাদা। তার স্বভাবটা জাত উইঙ্গারদের মতো। সম্ভবত সে নেইমারের মতো, কিন্তু সে রিভালদোর মতো শট নিতেও পছন্দ করে। সে এই দুইজনের মিশেল।’


ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে কেন আলাদা মনে হয়, সেটাও জানালেন জাভি, ‘সে হুট করে ভেতরে ঢুকে যাবে, গোল করবে। ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা তার মাঝে আছে। আমরা তার ক্ষমতা সম্পর্কে জানি। যখন আপনি বার্সায় আসেন আর এই মনোভাব দেখান, তাই অনেক কিছু বলে দেয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও