![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F0266ad60-cbe5-417e-9257-46071aa2c915%252Froad_accident_01.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
থেমে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, চালকসহ দুজন নিহত
রাজধানীর শ্যামলীতে যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় একটি ট্রাক থেমে ছিল। সেই ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজন হলেন থেমে থাকা ট্রাকচালকের সহকারী রনি ও ধাক্কা দেওয়া ট্রাকের চালক রাজু। তাঁদের বিস্তারিত নাম–পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।
আজ শনিবার ভোরে মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, ভোরে আন্তজেলায় চলাচলকারী একটি ট্রাকের চাকা শ্যামলী এলাকায় ফেটে যায়।
ট্রাকচালকের সহকারী চাকার ত্রুটি সারানোর চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে অন্য ট্রাকের ধাক্কায় দুই ট্রাকেরই চালক এবং থেমে থাকা ট্রাকের চালকের সহকারী গুরুতর আহত হন।