কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনাথদের জন্য বেকারির কেক ‘ফ্রি’

জাগো নিউজ ২৪ উত্তর প্রদেশ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১০:৩৫

মা-বাবাহারা শিশুদের জীবন কতটা কষ্টের, তা কেবল ভুক্তভোগীরাই বুঝতে পারেন। তাদের কাছে যেকোনো উৎসবের দিনও বর্ণহীন। অনাথ শিশুদের সেই ধূসর দিনগুলোকে কিছুটা রঙিন করার চেষ্টায় দারুণ উদ্যোগ নিয়েছে ভারতের একটি বেকারি। মা-বাবাহারা শিশুদের জন্য বিনামূল্যে কেক দিচ্ছে তারা।


আইএএস কর্মকর্তা অবনীশ শরণ গত শুক্রবার (১২ আগস্ট) টুইটারে ওই বেকারির একটি নোটিশের ছবি প্রকাশ করেন। এরপর দ্রুতই ভাইরাল হয়ে যায় সেটি।


ছবিতে দেখা যায়, বেকারির ডিসপ্লে কাউন্টারে সাজানো রয়েছে বেশ কয়েকটি কেক। তার পাশে একটি কাগজে হিন্দি ভাষায় লেখা, ‘ফ্রি! ফ্রি! ফ্রি! মা-বাবা নেই এমন ০ থেকে ১৪ বছরের শিশুদের জন্য কেক ফ্রি!


অবনীশের ভাষ্যমতে, দোকানটির অবস্থান উত্তর প্রদেশের দেওরিয়ায়। অনাথ শিশুদের জন্য এমন মহতি উদ্যোগ নেওয়ায় প্রশংসায় ভাসছে ওই বেকারি কর্তৃপক্ষ।


একজন লিখেছেন, আপনারা শতকোটি মানুষকে অনুপ্রাণিত করছেন। আরেকজনের মতে, উদ্যোগটি সত্যিই প্রশংসার দাবিদার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও