You have reached your daily news limit

Please log in to continue


আলিঙ্গনে সাবধান!

এরপর থেকে কাউকে ভালোবেসে কিংবা আশ্বাস যোগাতে জোরেসোরে আলিঙ্গন করতে চাইলে বুঝেশুনে করবেন। মনের আবেগের সঙ্গে দুই বাহুর সমানুপাতিক সম্পর্কটাকে বাগে আনতে শিখুন। না হয় হয়ে যেতে পারেন মামলার আসামি। গুনতে হতে পারে জরিমানা। এমনটাই ঘটেছে চীনের হুনান প্রদেশে।

ঘটনার শুরু গত বছরের মে মাসে। ইউইয়াং শহরের এক নারী অনেকক্ষণ চ্যাট করেন তারই এক পুরুষ কলিগের সঙ্গে। কথাবার্তার একপর্যায়ে ওই নারীকে সান্ত্বনা দিতে ছুটে আসেন ওই লোক। আবেগের বশে বেশ জোরেই আলিঙ্গন করেন ওই নারীকে। এতই জোরে ধরেন যে, নিজেকে ছাড়াতে চিৎকারও করতে হয় ওই নারীকে।

এক্সরে করার পর দেখা যায় একটি নয়, ‍দুটি নয়, গুনে গুনে পাঁজরের তিনটি হাড় ভেঙেছে ওই নারীর। তার অভিযোগ, কঠোর কঠিন আলিঙ্গনই তার কাল হয়ে দাঁড়িয়েছে। যার কারণে হাসপাতালের মোটা অঙ্কের বিলের পাশাপাশি মানসিক যন্ত্রণার বোঝাও চাপে তার ঘাড়ে।

মহা খাপ্পা সেই নারী চাইলেন বিচার। আপস-আলাপে যখন কাজ হলো না, তখন আদালতে গড়ালো আলিঙ্গন-মামলা। আর, কদিন আগেই বিচারক তার রায়ে সেই পুরুষ সহকর্মীকে দেড় হাজার ডলার জরিমানা করলেন। সাক্ষী হিসেবে ওই নারী হাজির করেছিলেন আরেক সহকর্মীকে। আদালতে যিনি হলফ করে বলেছেন, আলিঙ্গনের সময় ব্যথায় ওই নারীকে কঁকিয়ে উঠতে দেখেছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন