গোপন কল রেকর্ড যেভাবে প্রতিরোধ করবেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ০৮:২৮

অ্যান্ড্রয়েড ফোনে কিছুদিন আগে থার্ড পার্টি অ্যাপ থেকে  কল রেকর্ডিং নিষিদ্ধ করেছে গুগল। ফলে আর কোনো অ্যাপ ব্যবহার করে ফোনে কল রেকর্ড করা যাচ্ছে না। এখন ফোনে থাকা বিল্ট ইন কল রেকর্ডার থেকেই ফিচারটি ব্যবহার করতে হচ্ছে। 


তবে অনেক সময় এমন হয় যে, ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে না জানিয়ে কল রেকর্ড শুরু করে দেয়। তবে এখন কল রেকর্ডিং শুরু হলে তা খুব সহজেই জেনে যাওয়া সম্ভব।


আগে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ফোন কলে অপর প্রান্তে রেকর্ডিং শুরু হলে জানার কোনো উপায় ছিল না। কিন্তু Google Dialer-এর মাধ্যমে কল রেকর্ডিংয়ে যুক্ত হয়েছে নতুন সুরক্ষা ফিচার। এখন কল রেকর্ডিং শুরু হলে ফোন কলে সতর্ক করে Google Dialer। যদিও পুরনো Android ফোনে এখনো Google Dialer ছাড়াই কল রেকর্ডিং সম্ভব। 


থার্ড পার্টি অ্যাপ ছাড়াও অনেক ফোনের ইন বিল্ট ডায়ালারে রয়েছে কল রেকর্ডিং ফিচার। সে সব ফোন থেকে কল রেকর্ডিং শুরু হলে এখনো ফোনের অপর প্রান্ত থেকে জানা সম্ভব নয়। 


বিশ্বের অনেক দেশেই কল রেকর্ডিংকে আইনত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে সব ফোন প্রস্তুতকারী সংস্থা নিজেদের ডায়ালার থেকে কল রেকর্ডিং ফিচার বাদ দিয়ে Google Dialer ব্যবহার শুরু করেছে। 


কিছু ফোনে কল রেকর্ডিং চললে ফোন কলের মধ্যেই বিপ শব্দ শোনা যায়। আর এ কারণে আপনার কল রেকর্ড হচ্ছে কি না তা বোঝার জন্য কথা বলার সময় সতর্ক হতে হবে। ফোনে একটানা বিপ শব্দ শুনতে পেলে বুঝবেন আপনার কল রেকর্ড হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও