রিং আইডি গ্রাহকদের ৩৩ কোটি টাকা যায় শেয়ারবাজারে

প্রথম আলো সিআইডি সদর দফতর, ঢাকা প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১৮:৫৬

বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েবসাইট রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফুল ইসলাম, তাঁর ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী আইরিন ইসলামের বিরুদ্ধে ৩৭ কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনুসন্ধানের ভিত্তিতে সিআইডি বলছে, প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন রিং আইডির কর্তাব্যক্তিরা। রিং আইডির হিসাব থেকে প্রায় ৩৩ কোটি টাকা শেয়ারবাজারে স্থানান্তর করা হয়।  


প্রায় এক বছর অনুসন্ধান শেষে ৪ আগস্ট শরীফুল, সাইফুল ও আইরিনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় অর্থ পাচারের মামলা করেছে সিআইডি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, মামলার আসামিদের মধ্যে রিং আইডির মালিক শরীফুল ইসলাম ও তাঁর স্ত্রী আইরিন ইসলাম পলাতক।


মামলায় সিআইডির উপপরিদর্শক (এসআই) আল ইমাম বলেছেন, রিং আইডির পাঁচটি ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা গেছে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০২ কোটি টাকা তুলে নেওয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, এই অর্থের মধ্যে ৩৭ কোটি টাকা পাচার ও আত্মসাৎ করেছেন রিং আইডির মালিকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও