কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তল্লাশির পরোয়ানা জনসম্মুখে এলে আপত্তি নেই ট্রাম্পের

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১২:৩১

চলতি সপ্তাহের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ বাসভবনে যে পরোয়ানার ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়েছিল এফবিআই, সেটি উন্মুক্ত করার জন্য ফ্লোরিডার আদালতের কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তল্লাশি পরোয়ানা জনসম্মুখে আনার ব্যাপারে যে আবেদন করা হয়েছে, সে ব্যাপারে তিনি কোনো বিরোধিতা করবেন না।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।



এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘অবিলম্বে এটি উন্মুক্ত করা হোক। তল্লাশির পরোয়ানা জনসম্মুখে এলে আমার কোনো আপত্তি নেই।’ একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, তল্লাশি অভিযানটি ছিল অপ্রয়োজনীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।



বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগ ফ্লোরিডার একটি আদালতের কাছে ওয়ারেন্টটি মুক্ত করার জন্য আবেদন করেছে। এ ধরনের আবেদনের ঘটনা যুক্তরাষ্ট্রে বিরল।



আদালত যদি আবেদন মঞ্জুর করেন, তাহলে তল্লাশির পরোয়ানাটি জনসম্মুখে উন্মুক্ত করা হবে। তখন জানা যাবে, ঠিক কী কারণে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গত সোমবার তল্লাশি অভিযান চালানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও