ওয়েস্ট ইন্ডিজে সাইফের ৫ ঘণ্টার লড়াই

প্রথম আলো প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ০৯:৪৩

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচে কাল দ্বিতীয় দিনে অর্ধশতক তুলে নিয়েছেন বাংলাদেশের ‘এ’ দলের ব্যাটসম্যান সাইফ হাসান।


২৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। দ্বিতীয় দিনে চার সতীর্থ ব্যাটসম্যান ফিরে গেলেও সাইফকে তুলে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এখন পর্যন্ত প্রায় ৫ ঘন্টা ব্যাট করেছেন সাইফ।



৫ উইকেটে ১৫৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। ২১৭ বলে ৬৩ রানে এক প্রান্ত আগলে রেখেছেন সাইফ। উইকেটকিপার জাকের আলী ১৬ বলে ০ রানে অপরাজিত। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।


বৃস্টি-বিঘ্নিত এ ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহৃভোজনের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ থাকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। দ্বিতীয় দিনে আরও ২০ বল খেলে ৩ রান যোগ করে অ্যান্ডারসন ফিলিপের বলে ধরা পড়েন সাদমান। ১১৮ বলে ২৫ রানে আউট হন এই বাঁহাতি। এর মধ্য দিয়ে ভেঙে যায় সাইফ-সাদমানের ৪৫ রানের জুটি। বাংলাদেশ তখন ৩৯.৫ ওভারে ২ উইকেটে ৭৪।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও