কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিডনিতে সৌদি দুই বোনের রহস্যজনক মৃত্যু

প্রথম আলো সিডনি প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ০৮:৫২

গত ৭ জুন সিডনির একটি অ্যাপার্টমেন্টের দরজায় কড়া নাড়ে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। দরজার বাইরে মেলবক্সে কাগজের স্তুপ জমে ছিল। ভাড়াটিয়ারা তিন মাসের বেশি সময় ভাড়াও পরিশোধ করেনি। এ অবস্থা দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ দেখতে পায় তারা। লাশ দুটি সৌদি আরবের দুই বোনের। লাশ দুটি কয়েক সপ্তাহ ধরে বেডরুমে পড়ে ছিল। প্রায় দুই মাস ধরে অনুসন্ধান সত্ত্বেও পুলিশ আসরা আবদুল্লাহ আলসেহলি (২৪) ও আমাল আবদুল্লাহ আলসেহলির (২৩) এই পরিণতি কীভাবে হয়েছিল তা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে। খবর বিবিসির


পুলিশ বলছে, দুই বোনের অ্যাপার্টমেন্টে জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন পায়নি তারা। এমনকি মরদেহে আঘাতের কোনো সুস্পষ্ট লক্ষণও দেখা যায়নি। এসব কারণে দুই বোনের মৃত্যুকে সন্দেহজনক ও অস্বাভাবিক বলে বর্ণনা করেছে পুলিশ। দুই বোনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানতে চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছে তারা।


গোয়েন্দা ইন্সপেক্টর ক্লদিয়া অলক্রফট গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, দুই বোন সম্পর্কে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। এ কারণে তাদের বিষয়ে তথ্য জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ক্লদিয়া বলেছেন, ‘আশা করি কেউ আমাদের তদন্তকারীদের সহায়তা করতে এগিয়ে আসবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও