বেকায়দায় নেটফ্লিক্স, নতুন রাজা ডিজনি?

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ২১:০৮

ভিডিওস্ট্রিমিং এখন বিনোদন জগতের ব্যবসাক্ষেত্রে অন্যতম উপায় বলে বিবেচিত। ভিডিও কনটেন্ট স্ট্রিমিংয়ের শুরু থেকেই রাজাধিরাজ ছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটির একচ্ছত্র আধিপত্যে ধীরে ধীরে ভাগ বসানো শুরু হয়েছিল। এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, স্ট্রিমিং ব্যবসায় মুকুট হারানোর অবস্থায় চলে গেছে নেটফ্লিক্স। সাবস্ক্রাইবারের সংখ্যার দিক থেকে এখন সবার ওপরে যে ডিজনি!


করোনার করাঘাতের আগে থেকেই অবশ্য বেজায় অস্থির ছিল স্ট্রিমিং ব্যবসা। এক সময় তো শুরুই হয়ে গেল ‘স্ট্রিমিং ওয়ার’। করোনার লকডাউনে ফুলেফেঁপে ওঠা স্ট্রিমিং ব্যবসা সেই যুদ্ধে বাড়তি রসদ জুগিয়েছিল। যদিও লকডাউনের সংস্কৃতি থেকে বিভিন্ন দেশ বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই আয়ের বেলুন চুপসে যায়। তবুও এ কথা স্বীকার করতেই হবে যে, স্ট্রিমিং ব্যবসা এখনো প্রচলিত বিনোদন ব্যবসার জগতে ‘ভালো’ পরিস্থিতিতেই আছে। আর এমন এক প্রেক্ষাপটেই গত মাসের শেষের দিকে নেটফ্লিক্স জানাল, তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১০ লাখ কমে গেছে। চলে এল বিজ্ঞাপনসমৃদ্ধ ভিডিও কনটেন্ট স্ট্রিমিং করার পরিকল্পনা। নেটফ্লিক্স কর্তৃপক্ষের বক্তব্য ছিল, সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাওয়া এবং বর্তমান বিশ্ব অর্থনীতির অনানুষ্ঠানিক মন্দার প্রভাবেই তাদের বিজ্ঞাপন চালু করতে হবে। একই সঙ্গে বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট দেখার প্যাকেজের দাম বৃদ্ধিরও আলোচনা ওঠে।


এসব সিদ্ধান্তে নেটফ্লিক্স স্ট্রিমিং ওয়ারে পিছিয়ে পড়ল কি না, সেই আলোচনার মধ্যেই এবার ডিজনি জানিয়ে দিল তাদের মোট সাবস্ক্রাইবারের সংখ্যায় এগিয়ে যাওয়ার খবর। সম্প্রতি ডিজনি জানিয়েছে, তাদের মালিকানায় থাকা মোট তিনটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মোট সাবস্ক্রাইবার সংখ্যা ২২১ মিলিয়ন ছাড়িয়েছে। এই তিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ডিজনি প্লাস, হুলু এবং ইএসপিএন প্লাস। এর মধ্যে শুধু ডিজনি প্লাসে গত প্রান্তিকে নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে ১৪ দশমিক ৪ মিলিয়ন। অর্থাৎ, ডিজনি প্লাসে থাকা ভিডিও কনটেন্ট এখনো দর্শকদের মধ্যে আকর্ষণ তৈরি করে রেখেছে। অন্তত নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার হারানোর হারের সঙ্গে তুলনা করলে সেটিই বোধ হয়। আর এমন খবরে শেয়ার বাজারে ডিজনির দামও চড়েছে প্রায় ৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও