এয়ার কুলারের যত্নআত্তি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ২০:০২

গরমের সময় এয়ারকন্ডিশনারের বিকল্প হিসেবে ইদানীং এয়ারকুলারের জনপ্রিয়তা বেড়েছে। এর প্রথম কারণ মোটামুটি মানের একটি এয়ারকন্ডিশনার কিনতে হলে বেশ ভালোই খরচ পড়ে যায়। কিন্তু দামের দিক থেকে এয়ারকুলারগুলো বেশ সাশ্রয়ী। এ ছাড়া এটি সহজে স্থানান্তর করা যায়। এগুলো বাইরের তাজা বাতাসকে শীতল করে। পাশাপাশি এয়ারকুলারের কারণে ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না, যা এয়ারকন্ডিশনারের কারণে হয়।


কিন্তু এয়ারকন্ডিশনারের মতোই এয়ারকুলারেরও রয়েছে কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন। শুধু এর কার্যকারিতা বাড়ানোর জন্য নয়; বৈদ্যুতিক এই যন্ত্রের আয়ু দীর্ঘায়িত করতে এবং অদূরভবিষ্যতে এর মেরামতের খরচ কমাতেও সঠিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন।


ধুলো-ময়লা পরিষ্কার করুন


এয়ারকুলার সাধারণত ধুলো-ময়লা জমেই নষ্ট হয় বেশি। এ কারণে মাসে একবার এর ফ্যানটা খুলে নিয়ে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে পারলে ভালো হয়। সেই সঙ্গে নরম সুতি কাপড় দিয়ে এর ভেতরটাও ভালোমতো পরিষ্কার করে নিতে হবে।


পানি থেকে দূরে রাখুন


এয়ারকুলারের ভেতরে নিয়মিত পানি দিতে হয়। তার মানে এই নয় যে এটাতে পানি পড়লে এর কোনো ক্ষতি হবে না। তাই পানি থেকে দূরে রাখতে হবে আপনার এয়ারকুলারটি।


সংরক্ষণ


শীতের সময় বা যে সময়গুলোতে এয়ারকুলার দীর্ঘদিন ধরে ব্যবহার হবে না, তখন এর পাওয়ার সাপ্লাই সুইচ অফ করে প্লাগ খুলে রেখে দেওয়াটাই ভালো। তা ছাড়া বজ্রপাতের সময়েও এ কাজ করলে আপনার এয়ারকুলারের আয়ু বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও