‘হাওয়া’ সিনেমা দেখতে যাচ্ছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট
দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলা ‘হাওয়া’ নিয়ে অভিযোগ উঠেছে বন্যপ্রাণী আইন লঙ্ঘনের, আর তাই সিনেমাটি দেখতে যাচ্ছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
সংরক্ষিত বন্যপ্রাণী ‘শালিক পাখি’ ও ‘শাপলাপাতা’ মাছ খাঁচায় বন্দি, নিধন ও হত্যার দৃশ্য প্রদর্শন করে সিনেমাটি আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ প্রাণী অধিকারকর্মীদের।
বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোটের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলছেন, এমন দৃশ্য দেখানোর মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। এ ধরনের অপরাধ চিত্রায়নের কারণে সাধারণ মানুষ সংরক্ষিত প্রাখিদের খাঁচায় পোষা, হত্যা করে খাওয়া ও মাছ শিকারে উৎসাহিত হবে।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এ সিনেমার একটি শো’ দেখে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস।
তবে চলচ্চিত্রটির নির্মাতা মেজবাউর রহমান সুমন বলছেন, চলচ্চিত্রের দৃশ্যায়নে সংরক্ষিত বন্যপ্রাণী অপরাধের বিষয়ে কোনো ধরনের অভিযোগ পাননি তারা। কোনো ধরনের আইন লঙ্ঘনও করা হয়নি।
সিনেমাটি দেখলে এ ধরনের অভিযোগ আসার কথা নয় বলে মনে করেন সাড়া ফেলা এই চলচ্চিত্র পরিচালক।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- বন্যপ্রাণী আইন