দাম বাড়তে পারে পরবর্তী আইফোনের
দাম বাড়তে পারে আইফোনের নতুন সংস্করণের। বাজারে প্রচলিত আইফোন ১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা।
আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তি পণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করার জন্য আলাদা পরিচিতি আছে এই বিশ্লেষকের।
বাজারে মডেলভেদে আইফোন ১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে।
আইফোনের পরবর্তী মডেলগুলোর দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, এক হাজার অথবা এক হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে কথিত ‘আইফোর ১৪’-এর দাম।
উৎপাদন আর সরবরাহ খরচ বাড়ার কারণেই কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
জুন মাসেই বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর দাম অন্তত একশ ডলার বেশি হবে বলে আশঙ্কা করছেন তিনি।
তবে, কোরিয়ার এক তথ্য ফাঁসকারী দাবি করেছেন, অ্যাপল কেবল নতুন আইফোনের প্রো মডেলগুলোর দাম বাড়াবে, বেসিক মডেলের নয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন সংস্করণ
- দামবৃদ্ধি
- আইফোন