ফুলদানিতে ফুল দীর্ঘদিন তাজা রাখবেন কীভাবে?
ফুলদানির ফুল অনেক দিন পর্যন্ত সতেজ রাখতে চাইলে মেনে চলতে হবে কিছু টিপস।
১। ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন।
২। ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। পাতা থাকলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।
৩। ফুলের তোড়া কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
৪। দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার, দুই চা চামচ চিনি ও আধা চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। দীর্ঘদিন তাজা থাকবে ফুল।
৫। ফুল রাখার জন্য কখনও ফোটানো পানি ব্যবহার করবেন না। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
৬। দুই দিনে একবার পানি বদলে দিন।
৭। ফুলদানির পানিতে পাতা ডুবে থাকলে তা পচে গন্ধ ছড়ায়। তাই ফুল রাখার আগে ধারালো কাঁচি দিয়ে অপ্রয়োজনীয় পাতা ছেঁটে নিন।
৮। ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন অনেক দিন ফুল সতেজ থাকবে।
৯। ফুলের উজ্জ্বলতা বজায় রাখতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন পানিতে।
১০। সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- ফুল তাজা রাখা