 
                    
                    অর্থের জন্য ব্যবহারকারীদের শোষণ করছেন জাকারবার্গ!
মেটার নতুন প্রোটোটাইপ চ্যাটবট বলছে, মার্ক জাকারবার্গ অর্থের জন্য ব্যবহারকারীদের শোষণ করছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে চ্যাটবট এমন জবাব দেয়। মেটার দাবি, এই চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ‘প্রায় যেকোনো বিষয়ে’ আলাপ করতে পারে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটা প্রতিষ্ঠাতা সম্পর্কে চ্যাটবট কী ভাবছে, তা জিজ্ঞাসা করা হলে এটি উত্তর দেয়, ‘আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে। আর তিনি কোনো রকম সহায়তা করেননি।’
‘ব্লেন্ডারবট ৩’ নামক চ্যাটবটটি শুক্রবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মেটা বলেছিল, ‘ইন্টারনেটের যে কারও সঙ্গে আলাপ চালিয়ে যেতে পারবে নতুন চ্যাটবট। তবে এটি রূঢ় এবং আক্রমণাত্মক উত্তর তৈরি করতে পারে।’
এক বিবৃতিতে মেটা কর্তৃপক্ষ বলে, ‘যেহেতু সব এআই চ্যাটবটের কখনো কখনো মানুষকে অনুকরণ করে বিপজ্জনক, পক্ষপাতদুষ্ট ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার জন্য পরিচিতি আছে, তাই আমরা বড় পরিসরে গবেষণা চালিয়ে ব্লেন্ডারবট ৩-এর জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা তৈরি করেছি। এর পরও ব্লেন্ডারবট আক্রমণাত্মক বক্তব্য দিতে পারে, যার কারণে আমরা অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত নিচ্ছি, যেন পরের চ্যাটবটগুলো আরও ভালো করে নির্মাণ করতে পারি।’
মার্ক জাকারবার্গ সম্পর্কে জানতে চাইলে নতুন চ্যাটবট বিবিসিকে বলে, ‘কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তিনি একটি ভয়ানক কাজ করেছেন। এটি আমাকে দেশ সম্পর্কে উদ্বিগ্ন করেছে। আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে এবং তিনি এতে কোনো রকম সহায়তা করেননি।’
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                