ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে

সমকাল প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ১৮:০০

বিশ্বের পাশাপাশি দেশেও ফেসবুকের 'লাইভ' ফিচার ব্যবহার করে পণ্য বিক্রি দারুণ জনপ্রিয়। বিশেষ করে দেশে ফেসবুককে কেন্দ্র করে গড়ে উঠেছেন হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাঁদের অধিকাংশের স্থায়ী কোনো অফিস কিংবা দোকান নেই, কেনাবেচা পুরোটাই ফেসবুক, বিশেষ করে 'লাইভ'নির্ভর। এ ধরনের উদ্যোক্তাদের জন্য দুঃসংবাদ এনেছে ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি এক পোস্টে জানিয়েছে, আগামী অক্টোবর মাস থেকে বন্ধ হচ্ছে ফেসবুক লাইভনির্ভর পণ্য বিকিকিনির সুযোগ। চালুর দুই বছরের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এ ফিচারটি। তবে পণ্য কেনাবেচা বাদে অন্যান্য কাজে ফেসবুক লাইভ চালু থাকছে। পণ্য বিক্রিতে লাইভের বিকল্প হিসেবে 'রিলস' ফিচার ব্যবহারের সুযোগ দেবে ফেসবুক। মেটা জানাচ্ছে, গ্রাহকের কাছে পণ্য পৌঁছাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে 'রিলস' ফিচার ব্যবহার করতে পারবেন এফ-কমার্স (ফেসবুকভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম) উদ্যোক্তারা। রিলসে পণ্য ট্যাগ দেওয়ারও ব্যবস্থা থাকবে। তবে অন্য লাইভ ভিডিওর প্লে-লিস্টে কোনো পণ্যের ট্যাগ দেওয়া যাবে না।


পণ্যের ট্যাগ, প্রদর্শনী ইনস্টাগ্রাম 'রিলস'-এর মাধ্যমে করতে অনুরোধ করেছে মেটা। লাইভ ফিচার ব্যবহার করে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে উদ্যোক্তারা সম্ভাব্য ক্রেতা, দর্শনার্থীর জন্য পণ্যের ভিডিও তৈরি করেন। এখানে উদ্যোক্তা তাঁর ফলোয়ারদের লাইভ শপিং সেশনের নোটিফিকেশন দেন এবং মেসেঞ্জারের মাধ্যমে বিক্রির পেমেন্ট নিতে পারেন। বিশ্নেষকরা বলছেন, দর্শক এখন ছোট দৈর্ঘ্যের লাইভ ভিডিওর দিকে ঝুঁঁকছে। বড় বড় লাইভ দেখতে মানুষ তেমন আগ্রহী না। এ জন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশেষভাবে নজর দিতে চাচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেওয়া যাবে।এদিকে কেউ আগের লাইভ ভিডিওগুলো সংরক্ষণ করতে চাইলে ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিও থেকে ডাউনলোডের সুযোগ পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও