কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সংসদ অধিবেশন বসছে ২৮ আগস্ট

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে ২৮ আগস্ট। ওই দিন বিকেল পাঁচটায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই অধিবেশনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। গত ৩০ জুন সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শেষ হয়।

গত ২৩ জুলাই ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মারা যান। এখন ডেপুটি স্পিকারের পদটি শূন্য। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা আছে, স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদ অধিবেশন চলমান থাকে, তাহলে সাত দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর অধিবেশন চলমান না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে বিধি অনুযায়ী নির্বাচন হবে। সে হিসেবে এই অধিবেশনের প্রথম বৈঠকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন