You have reached your daily news limit

Please log in to continue


তুরস্কে ফাইনালে বাংলাদেশের দুই জিমন্যাস্ট

তুরস্কের কোনিয়ায় চলতি ইসলামী সলিডারিটি গেমসের ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই জিমন্যাস্ট আলী কাদের হক ও আবু সাইদ রাফি।

ভল্টিং টেবিল প্রতিযোগিতায় আলী কাদের হক ১২. ৯৫০ পয়েন্ট পেয়ে এবং আবু সাইদ রাফি ১২.১৭৫ পয়েন্ট পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন।

দলগতভাবে বাংলাদেশ ১২ দলের মধ্যে সৌদি আরব, কাতার, ইয়েমেন, জর্ডান, আলজেরিয়া ও পাকিস্তানকে পেছনে ফেলে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে।

আবু সাঈদ রাফি ইন্ডিভিজুয়াল অল অ্যারাউন্ডে ২৮ জনের মধ্যে ১৪তম হয়েছেন। শিশির আহমেদ ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে পায়ে চোট লাগার কারণে সবগুলো ইভেন্ট খেলতে পারেনি। টিম চ্যাম্পিয়নশিপের জন্য রিংস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৬ মিনিটে ভল্টিং টেবিলের ফাইনালে খেলবেন বাংলাদেশের দুই জিমন্যাস্ট আলী কাদের হক ও আবু সাইদ রাফি। অ্যাথলেটিকসের ১০০ মিটারের ফাইনালে উঠলেও আর পেরে উঠেননি ইমরানুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন