![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsara-20220811120759.jpg)
‘সারা’ দিচ্ছে ৫০ শতাংশ মূল্যছাড়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ১২:০৭
কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে গ্রাহকদের জন্য ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে নির্ধারিত পোশাকে শতকরা ৫০ ভাগ ছাড়ে কেনাকাটার সুযোগ। ভিন্ন ভিন্ন ডিজাইনের সব পোশাকে গ্রাহকদের জন্য থাকছে এই মূল্যছাড়। আগামী ১৪ আগস্ট থেকে চলবে এই ছাড়। অফারটি চলবে আগস্টজুড়েই।
আরামদায়ক কাপড়ে তৈরি ক্যাজুয়াল কিংবা ফরমাল পোশাকসহ নিত্যদিনের সব পোশাক থাকছে ডিসকাউন্টের এই তালিকায়। সারার তৈরি মাস্ক ব্যতীত নির্ধারিত সব পণ্যের ওপর এই ছাড় চলবে।